আমার জন্মদিনের আর মাত্র চারদিন বাকি তখন৷ "শিরোনাম প্রকাশনী" র একটা অফার শুরু হলো৷ কাগা সিরিজ ৫০% ডিসকাউন্টে৷ নেয়ার শখ হলো৷ তবে অর্থ ছাড়া শখ পূরণ হয় না। পকেট ফাঁকা ছিলো তখন। বন্ধুর পকেটের টাকা খসিয়ে দু'কাপ চা পান করার অওকাত ছিলো শুধু৷ এর বেশি কিছু না৷
মজার ছলে অফারের স্টোরি দিয়ে লিখেছিলাম, "কেউ চাইলে উপহার দিতে পারেন। সামনে আমার জন্মদিন।" স্বভাবতই হাহা'য় ভরে যায় স্টোরি। আমিও মজা নিতে থাকি৷ এরপর রিলস দেখে রাতে ঘুমাতে যাই৷ সে রাতে স্বপ্ন দেখেছিলাম কিনা মনে নেই৷
দু'দিন পর মোবাইলের নোটিফিকেশন বেজে উঠলো৷ আমি জানি ও-মেসেজে কোনো সিম কম্পানির অফারের কথা। তাই মেসেজ দেখিনি৷ একটুপর রিং বেজে উঠলো৷ দুলাভাই কল করেছেন৷ উনি সাধারণত কল করেন না৷ তাই জরুরি ভেবে কল রিসিভ করলাম৷ তিনি বললেন,
- টাকা পাঠাইছি৷ গেইছে?
- কিসির টাকা?
- তোর জন্মদিনির জন্যি পাটাইছি। কি এট্টা বই কিনবি কলি৷ তাই।
- আমিতো ঐতা মজা কইরে কইয়্যিছি৷
- তাতে কী? তুই বইটই পড়িস তাই তোরে দিলাম।
আমি বাদে আমার আশপাশের কেউ বই পড়ে না৷ বই কিনলে উলটো খেতে হতো ঝাড়ি৷ সেখানে দুলাভাই হুট করে টাকা পাঠাবেন বই কেনার জন্যে ভাবতেও পারিনি৷ অনেক সময় আচমকা কিছু ঘটনা ঘটে আমাদের খুশি করার জন্য৷ এটা তেমনই ঘটনা৷
সেসময় কেনা হয়নি এই বই৷ প্রায় ছ'মাস পর সেদিন কিনলাম৷ শখ পূরণ হলো৷ খুশি হলাম। অন্তত কিছু সময়ের জন্য হলেও দু:খরা অবসরে গেলো৷ এটুকুই প্রাপ্তি
Comments
Post a Comment