কবিতার বই এমনিতেই পছন্দের৷ তার মধ্যে এমন চমৎকার প্রচ্ছদ আর বিষয়বস্তুতে যদি থাকেন মহামানব তবে বই নেয়ার আগে দ্বিতীয়বার ভাবার প্রয়োজন হয় না৷ নিজ সংগ্রহে লুফে নেয়া যায় বিনা চিন্তায়।
অবশ্য এটা আমার সংগ্রহের না৷ ঐতিহ্য থেকে ধার নিয়েছি৷ পড়ে আবার ফেরত দেবো৷ হাসান রোবায়েতের কবিতা আগেও পড়েছি৷ ভালো লেগেছিলো৷ রিভিউও করেছিলাম৷ রাসুল (সা) কে নিয়ে কী লিখেছেন জানার ইচ্ছা থেকেই বইটা ধার নিয়েছি। আশা করি ভালো সময় কাটবে৷
বই - মোহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
লিখেছেন - হাসান রোবায়েত
প্রকাশনা - ঐতিহ্য
Comments
Post a Comment